শেরপুরে ডি জে হাইস্কুল খেলার মাঠ সংস্কার চলছে
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর শহরের ঐতিহ্যবাহী শেরপুর সরকারি ডি জে হাইস্কুল খেলার মাঠটি অবশেষে সংস্কার হচ্ছে।
এলাকার ক্রীড়ামোদীদের দীর্ঘদিনের দাবীর প্রেেিত বগুড়া-৫ আসনের এমপি আলহাজ্ব হাবিবর রহমানের উদ্যোগে সম্প্রতি এর সংস্কার কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে মাটি ভরাট ও সীমানা প্রাচীর করা হচ্ছে।
এ ব্যাপারে শেরপুর সরকারি ডি জে হাইস্কুলের প্রধান শিক আখতার উদ্দিন বিপ্লব জানান, ১.৬৫ একর আয়তনের মাঠটি সংস্কারের দাবী ছিলো দীর্ঘদিনের। এমপি মহোদয়ের উদ্যোগে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীরের তত্ত্বাবধানে মাঠটি সংস্কার করা শুরু হয়েছে। মাটি ভরাট করে মাঠটি উচুঁকরণ ও সীমানা প্রাচীর নির্মাণের পর মাঠের পুর্ব ও পশ্চিমে দুটি গেট নির্মাণ করা হবে। যাতে অবাধে কেউ মাঠে প্রবেশ করতে না পারে। স্কুলের নিজস্ব অর্থের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদানেই মাঠটি সংস্কার হচ্ছে। এটি শেষ হলে আবারো মাঠটি প্রান ফিরে পাবে বলে তিনি জানান।