স্থানীয় খবর

বগুড়ায় কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের কান্ডারী?

Spread the love

বগুড়া সংবাদদাতা: বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন ৭ ডিসেম্বর শনিবার । সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগ। শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নৌকা আকৃতির বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। ৫ হাজার চেয়ার থাকছে বসার জন্য। সম্মেলন সফল করতে প্রচার মিছিল করছে অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। আর সম্মেলনে শীর্ষ পদ পেতে দৌড়ঝাপ করছেন দেড় ডজন নেতা। তবে কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের ভবিষ্যত কান্ডারী তা নিয়েই এখন জেলা জুড়ে আলোচনা।
জানা গেছে, সর্বশেষ ২০১৪ সালের ১০ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ সম্মেলনে পুনরায় আওয়ামী লীগের দীর্ঘদিনের কান্ডারী প্রবীন জননেতা মমতাজ উদ্দিন সভাপতি ও মজিবর রহমান মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রায় ৩ যুগ আওয়ামী লীগের কান্ডারী থেকে মমতাজ উদ্দিন চলে গেছেন না ফেরার দেশে চলতি বছরের ১৭ ফেব্রæয়ারি। পূর্বের সম্মেলনে নেতা হওয়ার প্রতিযোগিতা না থাকলেও মমতাজ বিহীন এবারের সম্মেলনে দেড় ডজন নেতা শীর্ষ পদ পেতে লবিং করছেন। তারা নেতাকর্মীদের সাথে যোগাযোগ বাড়িয়ে দেয়া সহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। তবে এ সম্মেলনে দলের জন্য নিবেদিত প্রাণ কর্মীরাই নেতৃত্বে আসবে। স্বচ্ছ ভাবমূর্তি যাদের আছে, তারাই গুরুত্বপূর্ণ পদে আসবেন বলে দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন।
এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে বিভিন্নভাবে চেষ্টা করছেন সংগঠনের নেতারা। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, সভাপতি পদে আলোচনা রয়েছেন জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু, বর্তমান কমিটির সহ সভাপতি সভাপতি তোফাজ্জল হোসেন দুলু মাস্টার, এ্যাড. রেজাউল করিম মন্টু, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। তবে কার মাথায় উঠছে শীর্ষ পদের মুকুট তা জানতে অপো করতে হবে শনিবার সন্ধ্যা পর্যন্ত। জেলাজুড়ে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝেও এখন আলোচনা কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের পরবর্তী কান্ডারী।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি জানান, শনিবার সকাল ১০টায় আলতাফুন্নেছা খেলার সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি। সম্মেলনে প্রধান অতিথি যোগাযোগ ও সেতু মন্ত্রী,বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, আব্দুল মান্নান এমপি, হাবিবর রহমান এমপি। সম্মেলনে সভাপতিত্ব করবেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন। সঞ্চালনা করবেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মজিবর রহমান মজনু।
বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলে নেতাকর্মীরা এখন দারুন চাঙ্গা। দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী হাজির হচ্ছেন প্রতিদিনই। সন্ধ্যার পর শহরে সম্মেলন সফল করতে মিছিল করছেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১২ টায় শহরে মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। সম্মেলন কেন্দ্র করে গোটা জেলায় সাজ সাজ রব। বর্ণিল সাজে সেজেছে শহরের বিভিন্ন এলাকা। রঙ্গীন ব্যানার, ফেস্টুন, তোরণ, পোস্টারে ছেয়ে গেছে শহর। জাতীয় নেতাদের বগুড়ায় স্বাগত জানিয়ে তোরণ নির্মান করা হয়েছে বিভিন্ন স্থানে। সম্মেলনে ৫ শতাধিক কাউন্সিলর ও ২০ হাজার ডেলিগেট অংশ গ্রহণ করবে। নেতাকর্মীরা সম্মেলন সফল করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close