স্থানীয় খবর
গাড়ীদহ ইউপি সদস্য শিপলু গ্রেফতার
ষ্টাফ রির্পোটার : বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউপি সদস্য মেহেদী হাসান শিপলুকে গ্রেফতারী পরোয়ানামুলে রবিবার দুপুরে পুলিশ গ্রেফতার করেছে। সে কানুপুর গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে। শেরপুর থানার ওসি হুমায়ন কবিরের নির্দেশে এস আই পুতুল মোহন্ত তাকে গ্রেফতার করে।
শেরপুর থানার ওসি হুমায়ন কবির জানান গাড়ীদহ ইউপি সদস্য মেহেদী হাসান শিপলু”র বিরুদ্ধে এন আই এ্যাক্ট মামলায় বিজ্ঞ আদালত এক বছরের কারাদন্ড ও ৪ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে।