খেলাধুলা
শুটিংয়ে রৌপ্য জিতে আঁখির ইতিহাস
শেরপুর ডেস্ক: শুটিংয়ে ধারাবাহিক ব্যর্থতার মাঝে কাল আশা দেখিয়েছিলেন আরদিনা ফেরদৌস আঁখি। গতকাল সাদদোপাতোর শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের প্রতিযোগীর সঙ্গে ফাইনাল শুটঅফেও সমান তালে লড়াই করেন তিনি। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। ভারতীয় শুটারের অভিজ্ঞতার কাছেই হারলেন আঁখি। শেষ দুই শুটঅফে খারাপ করায় ৩.৬ পয়েন্টে পিছিয়ে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক পদক। এই ইভেন্টে ভারতের শ্রী পারমানানথাম স্বর্ণ ও ইবতিশাস আন্না ব্রোঞ্জ জেতেন। ইভেন্টে দলগত ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।