দেশের খবর
হাতীবান্ধায় একসঙ্গে ছাগলের আট বাচ্চা
শেরপুর ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি ছাগল একসঙ্গে আটটি বাচ্চা প্রসব করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত মানুষ ছাগলের বাচ্চাগুলো দেখতে ওই বাড়িতে ভিড় করছেন।
শনিবার দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৃষক মোসলেম উদ্দিনের বাড়িতে একে একে আটটি বাচ্চা প্রসব করে ছাগলটি। আটটি বাচ্চাই সুস্থ রয়েছে বলে রোববার সকালে জানিয়েছেন মোসলেম উদ্দিন ।
জানা গেছে, উপজেলার গড্ডিমারি ইউনিয়নে মোসলেম উদ্দিনের বাড়িতে একটি ছাগল আটটি বাচ্চা প্রসব করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা ছাগলের বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন। এ বিষয়ে হাতীবান্ধার ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলাম বলেন, ডিম্বাসয় থেকে যতগুলো ডিম্বানু বেঁচে থাকবে ততোগুলো বাচ্চা জন্ম নেবে। এ ধরনের ঘটনা ঘটতে পারে।