দেশের খবর

বিপিএল উদ্বোধনীতে থাকছে যেসব চমক

Spread the love

শেরপুর ডেস্ক: ঝাঁকঝমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রোববার পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএলের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর তাকে উৎসর্গ করা হয়েছে। রোববার বিকেল সাড়ে চারটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে যারা থাকছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাতটায় এসে উদ্বোধন করবেন। এর আগেই অবশ্য শুরু হবে অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউডের ভাইজান সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও অনুষ্ঠান মাতাবেন সনু নিগম, কৈলাশ খের, মমতাজ ও জেমস।
কখন কী হবে…
বিকেল ৫.৩০ মিনিটে গেট বন্ধ হয়ে যাবে মাঠের। বিকেল ৫ টায় প্রথম বাংলাদেশের শিল্পীদের দিয়ে শুরু হবে অনুষ্ঠান। ৭ টায় প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করবেন। এ ছাড়া ৫টা ২৫ মিনিটে মইদুল ইসলাম খান, ৫টা ৩৫ মিনিটে রেশমি মির্জা, সন্ধ্যা ৬টায় জেমস, ৬টা ৪০ মিনিটে মমতাজ পারফর্ম করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭টা ২০ মিনিটে উদ্বোধন করতে আসবেন।
এ ছাড়া ৭টা ৩০ থেকে ৭টা ৪০ মিনিট ফায়ারওয়ার্ক্স করা হবে, ৭টা ৪৫ মিনিটে সনু নিগম, ৮টা ৩৫ মিনিটে লেজার বিম শো, ৮টা ৫৫ মিনিটে কৈলাশ খের, ৯টা ৩৫ মিনিটে ক্যাটরিনা কাইফ, ১০টায় সালমান খান, ১০টা ২০ মিনিটে সালমান খান ও ক্যাটরিনা কাইফ পারফর্ম করবেন।এ ছাড়া ভএলইডি স্ক্রিনে মুজিব শতবার্ষিকীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হবে। এ সময় বঙ্গবন্ধুর ওপর নির্মিত কিছু শর্ট ফিল্ম দেখানো হবে।
বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘প্রস্তুতি মাশাআল্লাহ শেষের পথে, সবকিছু ভালোভাবে হচ্ছে। একটু পরই ভারতীয়রা আসবে, তারা রিহার্সেল করবে। ফায়ারবক্স, আতশবাজি এগুলো পরীামূলকভাবে দেখব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close