ফের আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-তালেবান
শেরপুর ডেস্ক: তালেবান প্রতিনিধিদের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র। শনিবার কাতারে দুই পরে এক বৈঠক শুরু হয়েছে বলে ‘যুক্তরাষ্ট্রের এক সূত্রের’ বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।
সূত্র বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আজ দোহায় আবারও আলোচনায় যোগ দিয়েছে। আলোচনার মূল বিষয় সহিংসতা হ্রাস করার মাধ্যমে আফগানিস্তানে অভ্যন্তরীণ পগুলোর মধ্যে আলোচনা এবং যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়া।’
গত সপ্তাহে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়ে খানিকটা ইঙ্গিত দিয়েছিলেন। আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাটিতে এক ঝটিকা সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তালেবান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।’
এর আগে গত সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানরা একটি চুক্তি স্বারের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। চুক্তিতে উল্লেখ ছিল, ওয়াশিংটন নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে কয়েক হাজার মার্কিন সেনা প্রত্যাহার শুরু করবে। আশা করা হচ্ছিল চুক্তি স্বারিত হলে তালেবানদের সঙ্গে আফগান সরকারের সরাসরি আলোচনা পথও প্রশস্ত হবে। যা দেশটিতে ১৮ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধাবসানের ল্েয একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করবে।
তবে একই মাসে ট্রাম্প হুট করে বছরব্যাপী প্রচেষ্টাটিকে ‘মৃত’ বলে অভিহিত করেন এবং এক আমেরিকান সেনা নিহত হওয়ার পর ক্যাম্প ডেভিডে তালেবানদের এক গোপনীয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে ওই সময় চুক্তিটি আর আলোর মুখ দেখেনি।