খেলাধুলা
শেরপুর থানায় ব্যাডমিন্টন খেলার মাঠ উদ্বোধন করেন এমপি হাবিব
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর থানায় ব্যাডমিন্টন খেলার মাঠের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শেরপুর থানা ক্যাম্পাসে নব নির্মিত ব্যাডমিন্টন মাঠের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় সম্মানিত অতিথি হিসাবে শেরপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, শেরপুর পৌর সভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।