জেলার খবর
ধুনটে মাদকসহ ইউপি সদস্য ও সহোদর আটক
ধুনট(বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনটে ২৩ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও তার ভাইকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়াডের সদস্য ও উপজেলার পশ্চিম গুয়াডহুরী গ্রামের মৃত. আবু হানিফের ছেলে আবু তালেব (৪০) ও তার ছোট ভাই আব্দুস সালাম (৩৫)।
ধুনট থানার পিএসআই শামীম হোসেন জানান, ইউপি সদস্য আবু তালেব ও তার ভাই এলাকায় মাদক বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মবুয়াখালী কাঁচা সড়কের আজগর আলীর বাড়ীর সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা জব্দ করা হয়ছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর রবিবার সকালে থানা হাজত থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।