বগুড়া জেলা আ: লীগের নব-নির্বাচিত সভাপতি মজনু’কে শেরপুর প্রেসকাবে সংবর্ধনা
ষ্টাফ রির্পোটার: শেরপুর প্রেসকাব বগুড়ার উদ্যোগে বগুড়া জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় শেরপুর প্রেসকাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসাইন এর সঞ্চালনায় প্রেসকাব কার্যালয়ে বগুড়া জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক নির্বাচনে আলহাজ মজিবর রহমান মজনু সভাপতি নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যদেন শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর পৌরসভার কাউন্সিলর সাংবাদিক নিমাই ঘোষ ও সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোকারিম হোসেন রবি,এ্যাড: ইলিয়াস উদ্দিন মিন্টু,সুলতান মাহমুদ, সাপ্তাহিক উত্তরাঞ্চলবার্তার ব্যস্থাপনা সম্পাদক উৎপল মালাকার, সাংবাদিক আইয়ুব আলী, জাহাঙ্গীর ইসলাম, কামাল হোসেন, আব্দুল হামিদ, আবু জাহের, আল ইমরান, এরশাদ হোসাইন, শেরপুর পৌরসভার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রেজাউল করিম সিল্পব, সাধারণ সম্পাদক নূরে আলম সানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন প্রমুখ।