শেরপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটারঃ বগুড়ার শেরপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা ৯ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ন কবির, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: খাদিজা খাতুন, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত কুমার বসাক, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, দবির উদ্দিন, আবু সাইদ, আব্দুল ওহাব, উলিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল হাই বারী, শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব প্রমুখ। সভায় শেরপুর উপজেলার সার্বিক আইনশৃংখলা পরি¯ি’তি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরি¯ি’তি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।