শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে সোমবার(০৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ, সদস্য সচিব আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।