ধুনটে সাজাপাপ্ত স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেফতার
ধুনট(বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদকে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতি মামলায় সাজাপাপ্ত আসামী হিসাবে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদরপাড়া গ্রামের মৃত. আজিজার রহমানের ছেলে।
মামলা ও স্থানীয় সৃত্রে জানা যায়, প্রায় শতাধিক ব্যক্তিকে চাকুরি দেওয়ার নামে প্রতারণা করে। বেশির ভাগ নিয়োগ বাণিজ্য- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্য বিভাগ, পুলিশ কনস্টেবল ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার নামে। এই প্রতারণার শিকার হন প্রায় সব পেশার মানুষ। সাবেক মন্ত্রী, এমপি, প্রশাসনিক ও বিভিন্ন দফতরের নাম ভাঙ্গিয়ে তিনি প্রতারনা করেছেন। এসময় তিনি চাকুরি না হলে রুপালী ব্যাংক ধুনট শাখার তার সঞ্চয়ী হিসাব (নং-১৩৬) চেক দিয়েছেন টাকা উত্তোলন করে নেওয়ার জন্য। তার সঞ্চায়ী হিসাব নম্বরে টাকা না থাকায় তার বিরুদ্ধে একাধীক মামলা দায়ের হয়।
আদালতে চলমান ১টি মামলা বগুড়া যুগ্ম দায়রা জজ আদালতে তার বিরুদ্ধে ৯ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে গ্রেফতারি পারোয়ারা জারি করে গত ৯ নভেম্বরে। তারপর থেকেই সুলতান মাহমুদ পালাতক ছিলেন।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আদালতে প্রেরণ করা হয়েছে।