চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল যেসব ছবি
শেরপুর ডেস্ক: রোববার পর্দা নেমেছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর। শ্রেষ্ঠ সিনেমার পুরস্কার জিতেছে ইরানি নির্মাতা সৈয়দ মুর্তজা ফাতেমির ‘মাদারলেস’।
অন্যদিকে, বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা কাহিনিচিত্রের পুরস্কার জিতে নিয়েছে খন্দকার সুমনের ‘সাঁতাও’। এবারের উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। ২৭ জানুয়ারি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, আব্দুল্লাহ সেন্টু, সাক্ষ্য শহীদসহ অনেকে। \
প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ৭১টি দেশের ২৫২টি সিনেমা। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেনস ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র দেখানো হয়।
এবারের উৎসবে পুরস্কার জেতা সিনেমাগুলো হলো— বাদল রহমান পুরস্কার: মাজেল আ তায়েম্ফস্তভি লেসা। এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগ: সেরা চিত্রগ্রাহক: আর্টিওম আনিসিমভ (পোডেলনিকি, রাশিয়া), সেরা চিত্রনাট্যকার: অনিক দত্ত (অপরাজিত, ভারত), সেরা অভিনেত্রী: কেতকী নারায়ণ (প্রপেদা, ভারত), সেরা অভিনেতা: মিস্টার ইক্কেই ওয়াতানাবে (নাকোডো-ম্যাচমেকারস, জাপান), সেরা পরিচালক: আলী ঘাভিতান (জেন্দেগি ভা জেন্দেগি, ইরান), শ্রেষ্ঠ চলচ্চিত্র: মাদারলেস, ইরান,
বিশেষ অডিয়েন্স পুরস্কার: জে কে ১৯৭১, বাংলাদেশ, অডিয়েন্স পুরস্কার: হাওয়া, বাংলাদেশ। স্পিরিচুয়াল ফিল্ম; সেরা তথ্যচিত্র: মহাত্মা হাফকাইন, রাশিয়া, সেরা কাহিনিচিত্র: ঘরে ফেরা, বাংলাদেশ। উইমেন ফিল্ম মেকারস; সেরা তথ্যচিত্র: আওয়ার মাদার, গ্র্যান্ডমাদার, প্রাইম মিনিস্টার—সিরিমাভো, সেরা পরিচালক: ক্যাথেরিনা ওল (অ্যালে উলেন গেলিয়েবট ওয়ের্ডেন, জার্মানি), সেরা কাহিনিচিত্র: অ্যাকাউসে মি। বাংলাদেশ প্যানোরমা; সেরা চলচ্চিত্র: সাঁতাও (খন্দকার সুমন), সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: কুড ইউ বি ফ্রি ইয়েট লকড ইন? (কাজী আরেফিন আহমেদ), স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রথম রানারআপ: হাঘরে (জয়তু সুশীল জিকু), স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্বিতীয় রানারআপ: কৃষ্ণপক্ষ (মৃত্তিকা রাশেদ)।