ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের
শেরপুর ডেস্ক: মিত্র দেশ সৌদি আরবের তেলেেত্র হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত আছে। এমন হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদির রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানির মালিকানাধীন দুটো তেলেেত্র হামলার পেছনে ইরান দায়ী বলে মনে করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তাদের কাছে প্রমাণাদি আছে বলে ওয়াশিংটন দাবি করেছে। কিন্তু ইরানের নাম না নিয়ে দেশটিকে হামলার ‘মূলহোতা’ বলে টুইটারে অভিহিত করেছেন ট্রাম্প। দ্য গার্ডিয়ান।
ট্রাম্প টুইট করেছেন, ‘নিশ্চিত হওয়ার পরই আমরা পুরোপুরি প্রস্তুত আছি। অপো করছি সৌদি আরবের কাছ থেকে শোনার জন্য যে হামলার জন্য তারা কাকে দায়ী করছে এবং আমরা কী শর্তে আগাব।’
এদিকে তেল স্থাপনায় ড্রোন হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই উপসাগর থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ আটক করেছে ইরান। সোমবার ইরানের আধা সরকারি বার্তা ইসনা জানায়, ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী আড়াই লাখ লিটার ডিজেল পাচারের অভিযোগে এই আমিরাতি নৌযানকে আটক করেছে।