বিনোদন

সুদীপ্তার কাছে অভিনয় শিখছেন রুক্মিণী!

Spread the love


শেরপুর ডেস্কঃ মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী ছবিতে নটীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। বর্তমানে নিজেকে বিনোদিনী দাসীর ধাঁচে গড়ে তুলছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী। পার্টি বা কোনও ইভেন্টে যাচ্ছেন না। লোকচক্ষুর আড়ালে নিজেকে গুছিয়ে নিচ্ছেন। নটীর ভূমিকায় অভিনয় করতে হবে যে! ভারতীয় থিয়েটারের কিংবদন্তী অভিনেত্রীর জুতোয় পা গলানোর জন্য নিজেকে পারফেক্ট করে তুলতে চাইছেন রুক্মিণী। আর সেই কারণেই অভিনয় এবং নাচের তালিম নিচ্ছেন। বর্তমানে তাঁর ‘গুরু’ জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তাঁর কাছেই অভিনয়ের ওয়ার্কশপ করছেন রুক্মিণী।
শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে একটি ছবি আপলোড করেন সুদীপ্তা। ক্যাপশনে লেখেন, ‘আমরা কাজ করি আনন্দে।’ এরপরেই শুরু হয় হইচই। দুই অভিনেত্রী একসঙ্গে কী করছেন, জানতে কৌতূহলী হয়ে ওঠেন নেটিজেনরা। রবিবার ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে রুক্মিণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সুদীপ্তাদির কাছে অভিনয়ের ওয়ার্কশপ করছি। সরস্বতী পুজোর দিন একসঙ্গে ছবিটা তুলেছিলাম আমরা।’
রুক্মিণী মৈত্র আরো জানান, ‘আমি এখন নিয়মিত অভিনয় এবং নাচের ওয়ার্কশপ করছি। নিজেকে প্রস্তুত করছি। আসলে চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভুল করতে চাইছি না। নিজের ৫০০ শতাংশ দিয়ে চেষ্টা করছি এই চরিত্রকে ফুটিয়ে তোলার।’ তিনি আরও বলেন, ‘গত দুই তিন মাস আমি কোথাও যাইনি। কিছুদিন আগে বন্ধুর বিয়ে ছিল। শুধু সেখানে গিয়েছিলাম। আর কোথাও যাচ্ছি না। নিজের ওয়ার্ডড্রব একেবারে বদলে ফেলেছি। এখন সারাদিন আমি শুধু শাড়ি পরি!’
অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজের অভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ, মানসিকতা নটীর মতো করে তুলছেন। সব আঙ্গিক থেকেই বিনোদিনী হয়ে উঠতে চাইছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আমি বিনোদিনীর মধ্যেই আছি। অনেক কিছুই চলছে ছোট ছোট করে। বডি ল্যাঙ্গুয়েজ, সাইকোলজি নিয়েও ওয়ার্ক চলছে। চেষ্টা করছি এবং আশা করছি দর্শককে ভালো কাজ উপহার দিতে পারব।’
২০২২ সালের ৫ সেপ্টেম্বর বিনোদিনী সিনেমার একটি অ্যানিমেটেড টিজার প্রকাশ্যে আনা হয়েছিল। সেখানে চৈতন্য লীলায় মগ্ন বিনোদিনীর বেশে দেখা গিয়েছিল রুক্মিণীকে। প্রথম লুকেই দর্শকদের খিদে অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। পরবর্তীতে কঙ্গনা রানাওয়াতও জানান, তিনি নটী বিনোদিনীকে নিয়ে কাজ করছেন। ফলে তুলনা শুরু হয়েছিল দুই নায়িকার মধ্যে। বিষয়টি নিয়ে সেই সময় রুক্মিণী বলেছিলেন, বাংলার কিংবদন্তী অভিনেত্রীকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। ব্যাপারটি কিন্তু দুর্দান্ত। তাঁর যে মান পাওয়ার কথা, সেটাই পাচ্ছেন। ফিনিক্স পাখির মতো নবজন্ম নিচ্ছেন।
সূত্র : এই সময়

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close