জেলার খবর

দুই আসনে উপ-নির্বাচন ভোটগ্রহণে প্রস্তুত বগুড়া

Spread the love


শেরপুর ডেস্কঃ বগুড়া-৪ ও ৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এদিকে সোমবার (৩০ জানুয়ারি) শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা।
জেলা নির্বাচন সূত্র জানায়, বগুড়ার দুটি আসনে মোট ২৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এরমধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ১১২টি এবং বগুড়া-৬ (সদর) আসনের ১৪৩টি কেন্দ্র আছে।
বগুড়া জেলা পুলিশের গোপনীয় শাখা সূত্র জানিয়েছে, ২৫৫টি কেন্দ্রের মধ্যে ১৫৮টি আসনকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বগুড়া-৪ আসনে আছে ৭৯টি এবং বগুড়া-৬ আসনে ১৫৮টি।
দুই আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ভোট অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাড়ে চার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন। পাশাপাশি নির্বাচনী এলাকায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
জেলা প্রশাসক আরও বলেন, ২৫৫টি ভোট কেন্দ্রের এক হাজার ৭৯৪টি ভোট কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য তিনজন পুলিশ ছাড়াও এপিবিএন, আনসার ভিডিপিসহ ১৭জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি সদস্যরা টহল দেবেন।
বগুড়ার এ দুই আসনের উপ-নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বগুড়া-৪ আসনে ছয়জন এবং বগুড়া-৬ আসনে ১১জন প্রার্থী আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close