দেশের খবর

কোনো কঠোর কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি

Spread the love


শেরপুর ডেস্কঃ শিগগির সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে কোনো ধরনের কঠোর কর্মসূচি না করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বরং এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে সমমনা দলগুলো কঠোর কর্মসূচিতে যাওয়ার পক্ষে মতামত থাকলেও তাতে সায় নেই বিএনপির। দলটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই সরকারের ওপর চাপ বাড়ানোর পক্ষে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। কঠোর কর্মসূচিতে না গিয়ে ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুুতি শুরু করেছে দলটি।
উল্লেখ্য যে, গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা। সেখানে জোটের নেতারা কঠোর কর্মসূচি দিতে বিএনপির প্রতি আহ্বান জানালে তা প্রত্যাখান করেন দলের শীর্ষ নেতারা। এ সময় বিএনপির নেতারা বলেন, আগামী মার্চের মধ্যে রাজনীতির ভবিষ্যৎ অনেকটা পরিস্কার হবে। ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক চাপও বাড়বে সরকারের ওপর। এ কারণে ইচ্ছা করলেই আগের মতো যেনতেন নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। আর এমন ভাবনা থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি।
জানা গেছে, আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মাঠে প্রধান বিরোধী দল বিএনপি। শুধু তাই নয়, ৩০০ আসনের মধ্যে ২০০ আসনের প্রার্থীও বাছাই করেছে দলটি। বাকি ১০০ আসন তারা শরিকদের জন্য রেখেছে।
বিএনপির বিভিন্ন সূত্র জানা গেছে, এই মনোনয়ন বাছাইয়ের চূড়ান্ত কাজটি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। উল্লেখ্য যে, আবদুল আউয়াল মিন্টু লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ট। নির্বাচনে যাওয়ার এমন সিদ্ধান্তে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে শোরগোল ফেলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close