বিনোদন

‘মজা শুরু করা যাক’শ্রাবন্তী

Spread the love

শেরপুর ডেস্কঃ নেটমাধ্যমে শ্রাবন্তী চ্যাটার্জির ছবি মানেই মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আপডেট দিতে পছন্দ করেন জনপ্রিয় এই টলিউড অভিনেত্রী। পোস্ট ঘিরে মন্তব্যের ঘরে আনাগোনা দেখা যায় নানাজনের। এদের মধ্যে সমালোচকদের সংখ্যাই বেশি। তা যেন আরেকবার প্রমাণিত হলো।
সোমবার অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেলে শরীরচর্চার কিছু ছবি শেয়ার করেন। যেখানে কাঠের মেঝেতে উপুড় হয়ে বসে থাকতে দেখা যায় তাকে। এদিন কালো আউটফিটে সোনালি চুলে ঠোঁটে গোলাপি আভায় মোহনীয় ভঙ্গিতে ধরা দেন ‘বুনো হাঁস’ অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘মজা শুরু করা যাক’।
এর পরপরই মন্তব্যের ঘর ভরে ওঠে নানান বাক্যবাণে। কারো কথায়, ‘এমন গোছানো চুল, ঠোঁটে গোলাপি রং! এত সেজে কি জিমে আসা যায়!’ কেউ কেউ তার বসার ভঙ্গিকেও নিশানা করলেন। তাদের জিজ্ঞাসা, ‘আপনি মজা বলতে কি বোঝাতে চেয়েছেন!’ যদিও কারো মন্তব্যেই সাড়া দেননি তিনি। বরাবরের মতো এবারও মৌনতাকেই হাতিয়ার করলেন শ্রাবন্তী। আগেই জানিয়েছেন, সমালোচনাকে মোটেও পাত্তা দেন না তিনি।
উল্লেখ্য, শুক্রবার (২০ জানুয়ারি) মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। এতে প্রথমবারের মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করেছেন তিনি। এই ছবি দিয়েই দীর্ঘ প্রায় ২৫ বছর পর একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী। এর আগে ‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট শ্রাবন্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close