ধুনটে বখাটের ছুরিকাঘাতে ইউপি সদস্য ও তার ছেলে আহত
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় স্কুল ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবুল ইসলাম (৪০) ও তার ছেলে সোহাগ হোসেনকে (১৭) ছুরিকাঘাতে আহত করেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাঙ্গী বাজার এলাকায় বখাটেদের দৌরাত্ম বেড়ে গেছে। বখাটেপনায় অতিষ্ট হয়ে পড়েছেন স্থানীয় অভিভাবকরা।
ইতিমধ্যে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন ছাত্রী যৌন হয়রানীর শিকার হয়েছে। এ অবস্থায় গত সোমবার সন্ধ্যার দিকে রাব্বি ও সৈকত নামে দুই বখাটে এলাঙ্গী বাজারে কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। এ সময় সোহাগ হোসেন ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করে। এতে ক্ষুব্ধ হয়ে রাব্বি, সৈকত ও তার সহযোগীরা সোহাগ হোসেনকে ছুরিকাঘাতে আহত করে। সোহাগের চিৎকারে তার বাবা বাবুল ঘটনাস্থলে পৌছুলে বখাটেরা তাকেও ছুরিকাঘাতে আহত করেছে।
একপর্যায়ে স্থানীয়রা বখাটেদের গোণধোলাই দিলে বাজার এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত সোহাগ হোসেন ও তার বাবাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উত্যক্তের বিষয় নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষনিভাবে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।