জেলার খবর
বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
শেরপুর ডেস্কঃ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বগুড়ায় জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী ছাত্রদলের এই দুই নেতাকে কারাগারে পাঠান।
আদালত সূত্র জানায়, গত ২০ নভেম্বর ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় করে পুলিশ। সেই মামলায় হাইকোর্ট থেকে তারা জামিনে ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাহিনুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় বিচারক তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।