ধুনটে ব্যাংকের ভিতরেই প্রতারণার শিকার গ্রাহক

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ব্যাংক কার্যালয়ের ভিতরে প্রতারকের খপ্পরে পড়ে ২৩ হাজার টাকা খুইয়েছেন মোহাম্মদ আলী (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী। মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনালী ব্যাংক লিমিটেড বগুড়ার ধুনট শাখায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী গ্রামের বাসিন্দা।
মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে তার নিজের হিসাব নম্বরের চেক দিয়ে সোনালী ব্যাংক থেকে ২৩ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংকের হিসাব রক্ষক তাকে ১ হাজার টাকার ২৩টি নোট বুঝিয়ে দেন। এসময় পাশে থাকা অপরিচিত এক যুবক তাকে সাহায্য করতে এগিয়ে আসেন।
যুবক টাকাগুলো গুনে পেপার দিয়ে মুড়িয়ে মোহাম্মদ আলীর হাতে দেয়। পেপারে মোড়ানো টাকাগুলো পকেটে রেখে মোহাম্মদ আলী ব্যাংক থেকে বেরিয়ে যান। দোকানে বাজার করতে গিয়ে মোড়ানো পেপার খুলে দেখেন সেখানে কোন টাকা নেই।
সোনালী ব্যাংক ধুনট শাখার প্রিন্সিপাল অফিসার (ভারপ্রাপ্ত ব্যবস্থাপক) শরিফুল ইসলাম জানান, প্রতারকের খপ্পরে পড়ে গ্রাহক টাকা খোয়ানোর বিষয়টি তিনি শুনেছেন। তবে ব্যাংকের ভিতরে থাকা সিসি ক্যামেরায় সমস্যা থাকায় প্রতারককে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই গ্রাহক ধোকাবাজির শিকার হয়েছেন। প্রতারক চক্র সনাক্তের চেষ্টা চলছে।