জরিমানা গুনলেন হিরো আলম
শেরপুর ডেস্কঃ উপহারের গাড়ি নিতে ঢাকা থেকে হবিগঞ্জ যাওয়ার পথে আইন অমান্য করায় আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রাইভেটকারকে জরিমানা করেছে হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক মুখলিছুর রহমানের বাড়িতে যান হিরো আলম। সেখানে যাওয়ার পথে দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে তাকে বহনকারী প্রাইভেটকারটিকে জরিমানা করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হিরো আলমকে বহনকারী টয়োটা ফিল্ডার প্রাইভেটকার অতিরিক্ত গতিতে চলছিল। ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। সেখানে গাড়িটির গতি ছিল ৯০ কিলোমিটার। আইন অমান্য গাড়ির কাগজ থানায় রেখে দেওয়া হয়েছে। ২৫০০ টাকা জরিমানা করে মামলা দেওয়া হয়েছে।’
মঙ্গলবার বিকাল ৩টার দিকে শিক্ষক মুখলিছুর রহমানের কাছ থেকে উপহারের মাইক্রোবাস বুঝে নেন হিরো আলম। গাড়িটি গ্রহণ করতে এদিন বিকালে শিক্ষকের বাড়িতে আসেন তিনি।
শিক্ষক মুখলিছুর রহমান বলেন, ‘সিলেট বিভাগের পক্ষ থেকে আমি ওয়াদা করেছিলাম নির্বাচনে হিরো আলম জয়ী হন বা না হন তাকে একটি গাড়ি উপহার দেব। সেটি বুঝিয়ে দিয়েছি। ’গাড়ি উপহার পাওয়ার পর হিরো আলম বলেন, ‘যাদের মন আছে তাদের অর্থ নেই। ভালোবাসার জিনিস অনেক বড় পাওনা। সিলেটবাসী প্রমাণ করল, তারা কথা দিলে কথা রাখে। গাড়িটি ভালোবাসার জিনিস। এই গাড়ি আমি ব্যবহার করব না। এটি দিয়ে রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে।’
বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হয়। এর মধ্যে বগুড়া-৪ আসনে (কাহালু ও নন্দীগ্রাম) প্রতিদ্বন্দ্বিতায় হেরে যান হিরো আলম।
নির্বাচনের আগের দিন ৩১ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাস উপহার দেওয়ার ঘোষণা দেন মুখলিছুর রহমান। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক।