বিনোদন

দীপিকার ভক্তদের চোখে পানি

Spread the love

শেরপুর ডেস্ক: নাক নেই, কান নেই। ঝুমকা কী করে পরব?’ এই একটা সংলাপেই চোখে পানি নেটিজেনদের। মঙ্গলবার মুক্তি পেল বহু প্রতীতি ছবি ‘ছপাক’-এর ট্রেলার। সেখানেই দীপিকার মুখে শোনা যাচ্ছে ওই সংলাপ। অ্যাসিড আক্রান্ত ল্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে দীপিকার নাম মালতি। ছপাকের গল্পটা মালতিকে জুড়েই। অ্যাসিড হামলার বিরুদ্ধে তার ঘুরে দাঁড়ানোর লড়াই গোটা ট্রেলার জুড়ে।
অ্যাসিড পোড়া মুখ দেখে রাস্তায় বাচ্চারা ভয় পেয়ে কেঁদে ফেলেছে অথচ মালতি তার লড়াই থামাননি। ট্রেলারের সংলাপ গায়ে কাঁটা দেবে। কিন্তু কে এই ল্মী আগরওয়াল? নয়াদিল্লির এক মধ্যবিত্ত শহরে জন্ম নিয়েছিলেন ল্মী। কিন্তু ২০০৫-এ আচমকাই তার জীবনে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। ল্মীর বয়স তখন মাত্র ১৫। ৩২ বছরের এক ব্যক্তি তার সমস্ত শরীরে ছুড়ে দেয় অ্যাসিড। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে প্রাণে বাঁচেন তিনি। কিন্তু আসল লড়াইটা শুরু হয় এরপর। তার অ্যাসিডে ঝলসে যাওয়া মুখ দেখে সমাজের টিটকিরি, হাজারও প্রশ্ন…ভিড় করে ল্মীকে। কিন্তু তিনি তো হার মানার মেয়ে নন। শুরু হয় জীবনের দ্বিতীয় ইনিংস। নতুন করে, নতুন ভাবে বাঁচার লড়াই। তারই মতো হাজারও অ্যাসিড আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান তিনি। সেই ল্মীর জীবনই বড় পর্দায় আনছেন পরিচালক মেঘনা গুলজার। আর মাত্র এক মাসের অপো। ২০২০ সালের জানুয়ারির ১০ তারিখেই বড় পর্দায় আসবে ‘ছপাক’। দর্শক দেখবেন এক হার না মানা মেয়ের আখ্যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close