খেলাধুলা

মুশফিকের পথ ধরে বগুড়ার হৃদয় জাতীয় ক্রিকেট দলে

Spread the love


শেরপুর ডেস্ক: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম সুহাসের পথ ধরে বগুড়ার আরেক ক্রিকেটার তৌহিদ হৃদয় বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন। সব কিছু ঠিক থাকলে আসন্ন ইংল্যান্ড সিরিজের একদিনের ম্যাচে বগুড়ার এই তরুন ব্যাটারকে ক্রিকেট বিশ্ব দেখবে। অসম্ভব প্রতিভাধর এই ক্রিকেটার অনুর্ধ-১৯ বিশ্বকাপজয়ী বাংলণাদেশ দলের গর্বিত সদস্য ছিলেন।
তৌহিদ হৃদয় নবম বিপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করার পুরস্কার পেলেন । পুরো বিপিএলে দলের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তৌহিদ হৃদয়। দারুণ সব শট আর ধারাবাহিকতায় সিলেট স্ট্রাইকার্সকে টেনেছেন তরুণ এই ব্যাটার। বিপিএলে ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়ে প্রথমবার বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেলেন।
ইংল্যান্ড সিরিজের জন্য প্রথম দুই ওয়ানডে ম্যাচে দলের জন্য স্কোয়াডে রাখা হয়েছে ডানহাতি এই ব্যাটারকে। শান্ত-জাকির হাসানদের সঙ্গে সিলেটের তারুণ্য নির্ভর টপ অর্ডারে জায়গা পেয়েছিলেন হৃদয়। প্রথম ম্যাচে ব্যাটিং করতে না পারা এই ব্যাটার পরের তিন ম্যাচেই করেছেন হাফ সেঞ্চুরি।
চোটের কারণে মাঝে অবশ্য বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়নি তার। পুরো বিপিএলে ১৩ ম্যাচে ৪০৩ রান করেছেন হৃদয়। ১৪০.১ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটার হাফ সেঞ্চুরি পেয়েছেন পাঁচটি। বিপিএলের এবারের আসরে তার চেয়ে বেশি রান আছে কেবল শান্ত ও রনি তালুকদারের।
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জস বাটলাররা। ১ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে।
একই মাঠে পরের ম্যাচটি হবে ৩ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৯ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।
এদিকে তৌহিদ হৃদয় জাতীয় দলে সুযোগ পাওয়ায় বগুড়াবাসীর মধ্যে আলাদা চাঞ্চল্য‘র সৃষ্টি হয়েছে। ক্রীড়া সংগঠকরা হৃদয়ের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close