আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আ.লীগ-ওবায়দুল কাদের
শেরপুর ডেস্কঃ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়, আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। বিএনপিসহ আন্দোলনরত অন্যান্য বিরোধী দলগুলোর প্রতি এ হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছি, এদের দল থেকে বহিষ্কার করলে হবে না, এদেরকে আইনের আওতায় আনুন। এই গুটিকয়েক দুর্বৃত্তের জন্য আওয়ামী লীগের বদনাম হতে পারে না। যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধেও খেলা হবে। তিনি আরো বলেন, অর্থ পাচারকারীরা সাবধান। শেখ হাসিনা কঠোর হচ্ছেন। কাউকে ছাড় দেওয়া হবে না। যারা অন্যায় করবেন, অপরাধ করবেন দলের পরিচয় ব্যাবহার করে, তাদের ছাড় নেই। আমি আবারো তাদের সতর্ক করছি। আমরা এতো উন্নয়ন করছি আর গুটিকয়েক অপকর্ম করে সেটা ম্লান করবে সেটা আমরা হতে দেব না।