বিনোদন

রাশমিকার কার্ডিগানের মূল্য কত?

Spread the love


শেরপুর ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। অন্য তারকাদের মতো ফ্যাশনে পিছিয়ে নেই রাশমিকা। তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে ব্যয়বহুল পোশাকে দেখা যায় তাকে। কারণ কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এ মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি।
কয়েক দিন আগে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন রাশমিকা। ক্যাপশনে লিখেছেন— ‘যখন আমার বন্ধুরা পোজ দিতে বলেন, তখন আমিৃ।’ সাগর পাড়ের উঁচু ভবনে তোলা ছবিটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। তবে সব কিছু ছাপিয়ে রাশমিকার পরনের কার্ডিগানটি নজর কেড়েছে।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, রাশমিকার পরনের শর্ট কার্ডিগানটি তৈরি করেছে ফ্রান্সের বিলাসবহুল পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড লুইস ভিটন। গ্রীষ্মকালীন এই পোশাকের মূল্য ২ লাখ ১ হাজার ১৮৭ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২ লাখ ৬০ হাজার টাকার বেশি।
রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মজনু’। গত ২০ জানুয়ারি মুক্তি পায় এটি। এ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close