শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কুমার সিং গ্রেপ্তার
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে ৮ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে অনন্ত কুমার সিং (১৯) গ্রেপ্তার করা হয়েছে। রোববার শেরপুর থানায় ছাত্রীর বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন
অনন্ত কুমার সিং ভবানীপুর ইউনিয়নের গোরতা গ্রামের শ্রী রনজিৎ সিং এর ছেলে ।
মামলার সূত্রে জানাযায়, ছাত্রীর সঙ্গে অনন্ত কুমার সিং এর প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাত ২ টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে অনন্ত অপহরণ করে। একপর্যায়ে ছাত্রীর মা তাদের দেখতে পলে অনন্ত সেখান থেকে পালিয়ে যায়। এসময় ওই স্কুল ছাত্রীকে তার বাবা-মা উদ্ধার করলে সে জানায়, অনন্ত বাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে।
পরে ছাত্রীর বাবা শেরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় বিকেলে ৩ টার দিকে ভবানিপুর থেকে অনন্ত কুমার সিংকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, ধর্ষণের দায়ে অনন্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।