ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা সামগ্রী বিতরণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন সেফটি ফাস্ট ক্লাবের উদ্যোগে বগুড়ার ধুনটে মাটিকোড়া-উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সামগ্রী (ফাস্ট এইড বক্স) বিতরণ ও ক্লাবটির দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাটিকোড়া-উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা কনক লায়লার হাতে ফাস্ট এইড বক্স তুলে দেয়া হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সেফটি ফাস্ট ক্লাবের সভাপতি ও হোটেল আরাফাতের পরিচালক ইমদাদুল হক রনি, উপদেষ্টা তাজফিকুর রহমান রুমন, সহকারি শিক্ষক আঙ্গুর লতা পারভীন, সায়লা আফরোজ, সালমা খাতুন, নাহিদা ইয়াসমিন, পপুলার আকতার, ঝর্ণা দত্ত, আফসানা পারভীন ও আরজুমান বানুসহ প্রমুখ। সংগঠনটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে উপজেলার একশত শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হবে।