জেলার খবর

বগুড়ায় ৩ দিনব্যাপি স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Spread the love


শেরপুর ডেস্কঃ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপি বগুড়ায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সদর এ মেলার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে কৃষি ফলন বৃদ্ধি পেয়েছে। বগুড়ার কৃষি জমি অনেক উর্বর। এ জেলায় সকল ধরনের সবজি আবাদ করে কৃষকরা ব্যাপক সফলতা অর্জন করেছেন। শস্য ভান্ডার হিসেবে সারাদেশ বগুড়াকে চেনে। ’
ইসমত আরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। স্বাগত বক্তব্যে রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এরপর মেলার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close