জেলার খবর
বগুড়ায় দশদিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
শেরপুর ডেস্কঃ বগুড়ায় দশদিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন হয়েছে। রোববার বেলা তিনটার দিকে বিসিক জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে ও বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ খোকন পার্কে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) আশরাফুল মমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান মিলন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) বগুড়া জেলা শাখার সভাপতি টি জামান নিকেতা, বিসিক বগুড়ার উপ মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান প্রমুখ।