বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
শেরপুর ডেস্কঃ বগুড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে রাফসান মিয়া সিয়াম (২৩) নামে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া আটটার দিকে শহরের নূরানী মোড় এলাকায় এই দুর্ঘটনায় তিনি মারা যান। তিনি শহরের বাদুড়তলা এলাকার অরুণ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সোয়া আটটার দিকে নূরানী মোড় এলাকায় মোটর সাইকেলে বন্ধু রাকিবুল হাসানকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন রাফসান। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়৷ পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ দুর্ঘটনায় রাকিবুলও আহত হন। এরপর বাদ যোহর জানাজা শেষে তাকে শহরের নামাজগড় কবরস্থানে দাফন করা হয়েছে।
এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ দিকে সিয়ামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া পৌর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ডাবলু।