শেরপুরে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর শহরের শান্তিনগর এলাকায় রিয়াদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রিয়াদ হোসেন শাজাহাপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের রহিদুজ্জামানের ছেলে ও শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ হোসেনের লেখাপড়ার কারণে বাবা-মা শাজাহাপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের বাড়ি হতে শেরপুর শহরের শান্তিনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে । পাশেই রিয়াদের চাচাও থাকতো। স্কুল ছুটির কারণে বুধবার রিয়াদকে বাড়িতে রেখে বাবা মা গ্রামের বাড়িতে যায়। বৃহস্পতিবার সকালে রিয়াদের মা তার স্কুলে যাওয়ার খোঁজ খবর নেওয়ার জন্য মোবাইলে কল দেন। এতে কোন সাড়া না পেয়ে বাবা রহিদুজ্জামানাকে তিনি জানান। তখন রিয়াদের চাচাকে বাড়ীতে খবর নিতে বলেন। এ সময় ভেতর থেকে দরজা লাগানো দেখতে পায় চাচা। তখন তার মোবাইলে কল করলে সাউন্ড শোনা যায় কিন্তু রিয়াদের কোন সাড়াশব্দ পাওয়া যায়না। বিষয়টি তার বাবাকে জানালে তখন গ্রামের বাড়ি থেকে এসে গেট ভেঙ্গে বাড়ির ভেতরে যায় এবং ঘরের ভিতরে ফ্যান লাগানো লোহার রড (বালা) এর সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে। খবর পেয়ে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাম্মাক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি জানান, এ ঘটনায় শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।