চলমান সামাজিক সমস্যা সকলে মিলে প্রতিরোধ করতে হবে-অতিরিক্ত এসপি সজীব সাহরীন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে আত্মহত্যা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রবণতা রোধকল্পে বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১ টায় সুঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মো: সজীব সাহরীন বলেন, মাদক, বাল্যবিয়ে, পালিয়ে বিয়ে করা, কিশোর গ্যাং, ইভটিজিং ইত্যাদি চলমান সামাজিক সমস্যা সকলে মিলে প্রতিরোধ করতে হবে। দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে। সবাইকে সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা। এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত।
ইউপি সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শাহাদাত হোসেন টুকু, ইউপি সদস্য আরিফ, মীর শীতল প্রমুখ।