স্থানীয় খবর
শেরপুর গৃহবধূকে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে অপহরণ মামলার পলাতক আসামি আশিকুর রহমান (২৩) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার তাকে উপজেলার ধরমোকাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিকুর ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মুক্তিপণ আদায় করতে গত ২১ জানুয়ারি এক গৃহবধূকে অপহরণ করে আশিকুর। পরে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার করলেও আশিকুর পালিয়ে যায়। এ ঘটনায় ২৯ জানুয়ারি শেরপুর থানায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই গৃহবধূ। ঘটনার পর থেকেই আশিকুর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।