জেলার খবর

বগুড়ায় শহীদ খোকন পার্কে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

Spread the love


শেরপুর ডেস্ক: বগুড়ায় আলী আজম (৫৭) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শহীদ খোকন পার্কে এ ঘটনা ঘটে।
আলী আজম বগুড়া সদর উপজেলার বুজুরগ বাড়িয়া এলাকার আব্দুস সামাদ সাকিদারের ছেলে। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, শহীদ খোকন পার্ক থেকে কিছু কলেজ ছাত্র আলি আজমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এই সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলি আজমের মুখ থেকে গ্যাস জাতীয় ওষুধের গন্ধ আসছিল। তবে ময়নাতদন্ত শেষেই তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close