শেরপুরে দুই দিনের ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে দুইদিনের ঝড় ও বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশকিছু জায়গায় গাছ উপরে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। গাছের ডাল ভেঙে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার ও শনিবার এ ঝড় ও বৃষ্টিপাত হয়।
শেরপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, শেরপুর উপজেলায় মোট ২৫ হাজার ৫৮০ হেক্টর আবাদী জমি এর মধ্যে ভূট্টা ২ হাজার ৩শ হেক্টর, সুর্যমুখী ২শ হেক্টর জমিতে চাষ হয়েছে। এই ঝড় ও বৃষ্টিতে কিছুটা হলেও মাঠের ফসলের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩শ হেক্টর ভূট্টার ক্ষতি হতে পারে।
জানা যায়, শুক্রবার শেষ রাতে থেকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় এতে ভুট্টা, শাক-সবজি ও সুর্যমুখী ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ভূট্টা ও সুর্যমুখী ক্ষেত মাটিতে নেতিয়ে (নুয়ে) পড়েছে। তবে উপজেলার খানপুর, খামারকান্দি, সুঘাট ইউনিয়নে ভূট্টার বেশি ক্ষতি হয়েছে।
খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের ভুট্টা চাষি আব্দুল্লাহ জানান, ২ বিঘা জমি চাষ করেছি। কিছুদিন হল ভূট্টার ছড়ি বের হয়েছে। এই ঝড়-বৃষ্টিতে বেশিরভাগ ভূট্টার গাছ মাটিতে নুয়ে পড়েছে। এতে ভালো ফলনের আশঙ্কা দেখা দেবে।
কাফুরা এলাকার আতাউর রহমান, গোলজারহোসেন,আব্দুর রহিম জানান, ঝড়ো বাতাসের কারণে ভুট্টা গাছ বাতাসে ভেঙ্গে মাটিতে নুইয়ে পড়েছে। এই ঝড়-বৃষ্টিতে বেশিরভাগ জমির ভূট্টার ক্ষতি হয়েছে। প্রায় ১৫ দিন হল ভূট্টার ছড়ি বের হয়েছে। পাকতে দেড় মাস সময় লাগবে। এরই মাঝে ঝড়ে গাছগুলো মাটিতে নুয়ে পড়াই ভূট্টার দানা পুক্ত হবে কিনা তা নিয়ে আশঙ্কা আছি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বেশকিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তালিকা প্রনয়নের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন।