জেলার খবর

বগুড়ায় বিএনপির অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

Spread the love


শেরপুর ডেস্ক: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদসহ ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে বগুড়ায় বিএনপির অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করা হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে নেতৃবৃন্দ পুলিশের প্রতি নিরপেক্ষ আচরণের আহবান জানিয়ে বলেন, আপনারা বাড়াবাড়ি করবেন না। আপনাদের সকল কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায় মনিটর করছে। যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞা দিতে পারে।

অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে না পারায় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, যখন জ্বালানী তেলের দাম বাড়ানো হলো তখন আমরা ভাবলাম সরকার নিত্য পণ্যের ওপর ভর্তুকি দিবে। কিন্তু সেটা করেনি। আবার যখন বিদ্যুতের দাম বাড়ানো হলো তখন মনে হয়েছিল সরকার হয়তো চালের ওপর ভর্তুকি দিবেন। কিন্তু সেটাও দিল না।

তিনি প্রশ্ন রেখে বলেন, চাল-ডাল কিনতে গিয়ে আজ মানুষের নাভিশ্বাস উঠছে। কিন্তু সরকারের তাতে কোন ভ্রুক্ষেপ নেই। উল্টো জনগণকে কষ্টে ফেলে আপনারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন। তবে আপনাদের এই অপকর্ম আর চলতে দেওয়া হবে না। জনগণ জেগে উঠেছে। আপনাদের পতন ঘটিয়ে জনগণের সরকার ক্ষমতায় বসানো হবে।’

অবস্থান কর্মসূচী অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, দলের সিনিয়র নেতা জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লাভলী রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও এম আর ইসলাম স্বাধীন।

 

অবস্থান কর্মসূচী বিএনপির ১২টি থানা, পৌর কমিটির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং কৃষকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close