জেলার খবর
বগুড়ায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার
শেরপুর ডেস্ক: বগুড়ায় বার্মিজ চাকুসহ নাইমুর রহমান নাইম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার হাসান-হাজীর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাইম সদর উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মজিবুর রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, মাহে রমজান ও পবিত্র ঈদকে ঘিরে নিরাপত্তা নির্বিঘ্ন করতে শহর জুড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর অভিযানে ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় চেকপোস্টে তল্লাশি চলাকালে চাকুসহ নাইমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, নাইমুর রহমান নাইমের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।