স্থানীয় খবর

শেরপুরে পোষ্টার-পলিথিনে ঢাকা মুক্তিযুদ্ধের ভাস্কর্য!

Spread the love

ষ্টাফ রির্পোটার:মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারী মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়ার শেরপুর পৌরসভার উদ্যোগে স্থাপন করা ভাস্কর্য ‘স্বাধীন বাংলা’ এখন পোষ্টার আর পলিথিনে ঢাকা পড়েছে। অথচ যেন দেখার কেউ নেই। বুধবার বেলা ১১টায় বগুড়ার শেরপুর পৌরশহরের ৪ নং ওয়ার্ডের শিশু পার্ক এলাকায় গিয়ে দেখা গেছে এই চিত্র।
২০১০ সালে শেরপুর পৌরসভার অর্থায়নে ভাস্কর্য শিল্পী অনীক রেজা একজন বিজয়ী মুক্তিযোদ্ধা ও একজন নারীর প্রতিকৃতিতে তুলে ধরেন মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য। ‘স্বাধীন বাংলা’ নামের ভাস্কর্যটি ২০১০ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। কিন্তু বিজয়ের মাসেও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শেরপুরের একমাত্র ভাস্কর্যটি নজরদারির অভাবে অবহেলায় অযতেœ পড়ে রয়েছে।বুধবার বেলা ১১টার দিকে সেখানে গিয়ে দেখা গেছে ভাস্কর্যের পাদদেশে উদ্বোধনী নাম ফলকটি ঢাকা পড়েছে একটি কোচিং সেন্টারের বিজ্ঞাপনের পোষ্টারে। আর উপরের এক তৃতীয়াংশ কালো পলিথিনে ঢাকা পড়েছে। নতুন প্রজন্মের মাঝে মহান স্বাধীনতা সংগ্রাম ও বিজয়ের ইতিহাস তুলে ধরতে ভাস্কর্যটি রায় কর্তৃপরে বিশেষ নজর দেয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close