দেশের খবর
ধুনটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন এমপি হাবিব
ধুনট(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার ধুনটে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ের আয়োজনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা নিবার্হি অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, সহকারি কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান প্রমুখ। উল্লেখ্য উপজেলায় বন্যায় তিগ্রস্থ ুদ্র ও প্রান্তিক ২০০ কৃষকের মাঝে ৫ কেজি মাসকালাই , ডিএমপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়েছে।