স্থানীয় খবর
শেরপুরে ১০ টাকা কেজি চাল বিক্রির উদ্বোধন করেন ইউএনও
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১০টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় সুবিধাভোগীদের মাঝে চাল বিক্রির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এসময় উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. হারুন উর রশিদ, খাদ্য পরিদর্শক মনোয়ারুল ইসলাম, ডিলার আলহাজ্ব আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, শেরপুর উপজেলায় ২০ জন ডিলারের মাধ্যমে ১৪ হাজার ৭শ ৩১ জন ব্যক্তির মাঝে প্রতি মাসে ৩০ কেজি চাল ১০ টাকা দরে বিক্রি করা হবে। সেপ্টেম্বর মাসে শুরু হওয়া এ কার্যক্রম চলবে নভেম্বর পর্যন্ত।