বিনোদন

পাকিস্তানিরা বছরজুড়ে সারা আলী খানকেই খুঁজেছে

Spread the love

শেরপুর ডেস্ক: সারা আলী খান, বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম। তিনি জনপ্রিয় বলিউড অভিনেতা নায়ক সাইফ আলী খানের মেয়ে। গত বছরের ডিসেম্বরে কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় তার। এরপর রণবীর সিংয়ের সঙ্গে সিম্বা সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।
অভিনয় ও সোশ্যাল ওয়ার্কিং দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন সারা। শুধু দেশেই নয়, পাকিস্তানেও তুমুল জনপ্রিয় হয়ে উঠছেন সারা আলী খান। একটা জরিপে দেখা যাচ্ছে ২০১৯ সাল জুড়ে পাকিস্তানের দর্শকরা সবচেয়ে বেশি খুঁজেছেন সারাকে।
বোঝায় যাচ্ছে ভারতীয় দর্শকদের পাশাপাশি পাকিস্তানের দর্শকরাও সারাকে অনেক পছন্দ করেন। তাই তো গুগল সার্চ ইঞ্জিনে ২০১৯ সালে সবার উপরে সাইফ কন্যার নাম ৷ এই ছাড়া আরও একটি নাম পাকিস্তানিরা খুঁজেছে. সেটি হলো বিমান সেনা উইং কমান্ডার অভিনন্দন। সারা ও অভিনন্দনের পাশাপাশি বিগ সালমানের ‘বিগবস ১৩’ও আছে পাকিস্তানিদের সার্চের তালিকায়। ওই তালিকায় আরও আছেন আদনান সামি।
সিম্বা সিনেমার পর বর্তমানে ‘কুলি নম্বর ওয়ান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সারা আলি খান৷ এখানে তার বিপরীতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। সারা আরও অভিনয় করছেন ইমতিয়াজ আলির সিনেমা ‘লাভ আজকাল’ এর সিক্যুয়েল নিয়ে। এখানে সারার বিপরীতে আছেন কার্তিক আরিয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close