বগুড়ায় যুব ইউনিয়নের অভিভাবক সমাবেশ
বগুড়া সংবাদদাতা: শিা মানুষের মৌলিক অধিকার। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের যুব এবং ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে লাল সবুজ পতাকা ছিনিয়ে এনেছে। এদেশের ছাত্র এবং যুব সমাজ একটি গণমুখী সহজলভ্য বিজ্ঞানমুখী একই ধারার শিার জন্য লড়াই করে আসছে।কিন্তু আমরা ল্য করছি যে টাকা যার শিা তার।এই নীতিতে শিা ব্যবস্হা পরিচালিত হচ্ছে।শিা অধিদপ্তরের নীতিমালা অনুসরন না করে প্রায় সারাদেশে ইচ্ছামত সেশন এবং ভর্তি ফি বাড়ানো হচ্ছে। এককথায় শিাব্যবস্হাকে বানিজ্যিকিকরন করা হচ্ছে। বাংলাদেশ যুব ইউনিয়ন, বগুড়া জেলা কমিটি শিা ব্যবস্থাকে বানিজ্যিকীকরন বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ইচ্ছামত সেশন ও ভর্তি ফি নিয়ম বহির্ভূতভাবে বাড়ানোর প্রতিবাদে ১৩ ডিসেম্বর বিকাল ৩:৩০ ঘটিকায় সাতমাথায় জেলা কমিটির সভাপতি যুবনেতা সাজেদুর রহমান ঝিলাম এর সভাপতিত্বে শাহনিয়াজ কবির খান এর পরিচালনায় শিার্থী এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন
অভিভাবক, আমিনুল ফরিদ সাধারন সম্পাদক সিপিবি বগুড়া জেলা কমিটি, অভিভাবক, নিয়াজুল মরসেদ টিটু, বগুড়া জেলা যুব ইউনিয়ন নেতা ফারহানা আক্তার শাপলা, সৈয়দ তোহেব্বুল আমল সবুজ, আবু বাসার চঞ্চল, মিঠুন পাল। ছাত্র ইউনিয়ন বগুরা জেলা সংসদের সংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি ধনঞ্জয় বর্মন।