দেশের খবর

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে মতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Spread the love

শেরপুর ডেস্ক: প্রতিবছরের মতো এবারও বিশ্বের সবচেয়ে মতাধর নারীর তালিকা প্রকাশ করেছে বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস। এই তালিকানুসারে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে মতাধর নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দণি এশিয়ায় তার চেয়ে মতাধর কোনও নারী নেই। তবে বিশ্বের ২৯তম মতাধর নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফোর্বস শেখ হাসিনার বর্ণনায় জানিয়েছে, তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। বর্তমানে নিজের ৪র্থ মেয়াদে আছেন তিনি। তারা বলছে, শেখ হাসিনা নিজেই মনে করেন এটি তার সর্বশেষ টার্ম। এ কারণে তিনি খাদ্য নিরাপত্তা, শিা এবং স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
এই তালিকা অনুসারে বিশ্বের সবচেয়ে মতাধর নারী জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল। তার পরেই আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিশ্চিন ল্যাগার্দে। ৩ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিটিভ স্পিকার ন্যান্সি পেলোসি। ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লিয়েন আছেন ৪ নম্বরে। জেনারেল মটরস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বারা আছেন ৫ম স্থানে।দণি এশিয়ায় শেখ হাসিনার পরেই রয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। তার অবস্থান ৩৪। দণি এশিয়া থেকে এই তালিকায় স্থান পেয়েছেন ব্যবসায়ী রশনি নাদার মালহোত্রা, কিরন মজুমদার-শ। এই তালিকার ১০০ নম্বরে আছেন পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থনবার্গ। এই তালিকার বাকি উল্লেখযোগ্য নাম হলো, মেলিন্ডা গেটস (৬ষ্ঠ), অপরাহ উইনফ্রে (২০), রানি এলিজাবেথ (৪০), ইভাঙ্কা ট্রাম্প (৪২তম), রিহান্না (৬১তম), টেইলর সুইফট (৭১তম)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close