বিনোদন
মালদ্বীপে উষ্ণতা ছড়ালেন নুসরাত!
শেরপুর ডেস্ক: মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন নুসরাত বারুচা। সেখানে গিয়ে প্রকৃতির অপরূপ শোভার মধ্যেই নিজের সৌন্দর্য মেলে ধরেছেন তিনি। ছুটি উপভোগের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেও পোস্ট করেছেন। আর তারপরই ছবিতে সাড়া পড়ে গেছে সোশ্যাল সাইটে।
মলদ্বীপে ছুটি কাটানোর সময় কখনও তাকে দেখা যাচ্ছে বোটের উপর লাস্যময়ী ভঙ্গিতে পা ছড়িয়ে বসে থাকতে। তখন তার চোখে সানগ্লাস আর গায়ে প্রিন্টেড লাল বিকিনি। আবার কখনও তাকে সুইমিং পুলে দেখা যাচ্ছে ম্যাজেন্টা রঙের বিকিনি পরে। সুইমিং পুলের পানিতে ভাসতে ভাসতে তাকে খাবার খেতেও দেখা যাচ্ছে। সদা হাস্যময় মুখে তার এই সব ছবিতেই এখন মজেছে নেটদুনিয়া।