স্থানীয় খবর
শেরপুরে শহীদ বুদ্ধিজীবি ও হানাদারমুক্ত দিবস পালন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে শহীদ বুদ্ধিজীবি ও হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ডিসেম্বর) বিকেলে শেরপুর প্রেসকাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রেসকাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসকাবের সাবেক সভাপতি নিমাই ঘোষ, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, প্রেসকাবের দপ্তর সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য জাহাঙ্গীর ইসলাম, শাহ জামাল কামাল, সদস্য শহিদুল ইসলাম শাওন, আল ইমরান, উৎপল মালাকার, মাহফুজ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য: ১৯৭১সালের ১৪ ডিসেম্বর এদিনেই শেরপুর উপজেলা হানাদারমুক্ত হয়।