সোনার বাংলাদেশ গড়তে দুর্নীতিকে সর্বপ্রথম ‘না’ বলতে হবে: প্রফেসর মোজাম্মেল হক
বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক বলেছেন, সোনার বাংলাদেশ গড়তে সর্বপ্রথম দুর্নীতিকে ‘না’ বলতে হবে। সততা সংঘের মাধ্যমে এখন থেকেই ভবিষ্যৎ প্রজন্মকে সুরতি করতে শিার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাবে গড়ে তুলতে হবে সেজন্য প্রয়োজন সকলের স্বদিচ্ছা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা।
বগুড়া জিলা স্কুলের সততা সংঘের আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় শনিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিলা স্কুলের প্রধান শিক মোস্তাক হাবিব। এসময় উপস্থিত ছিলেন জেলা শিা অফিসার (ভারপ্রাপ্ত) হযরত আলী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক উম্মে ইয়াকুদ আরা ফেরদৌস, সিনিয়ার সহকারী শিক ফৌজিয়া সুলতানা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী সদস্য যথাক্রমে বাবুল আখতার রিপন, নূরদিয়া জাহান এবং সাংবাদিক সঞ্জু রায়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক আব্দুস সালাম। বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠানে জেলা দুপ্রকের সরাসরি তত্ত্বাবধানে উপস্থিত প্রায় শতাধিক শিার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিার্থীরা হলেন ৮ম শ্রেণীর আব্দুল্লাহ আল ফাহিম, তানভীর ইসলাম এবং ৬ষ্ঠ শ্রেণীর আবু তালহা। পরিশেষে শিার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক স্লোগান সম্বলিত শিা উপকরণ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।