শেরপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা: গ্রেফতার ১
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মকবুল হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই গৃহবধূর স্বামী একই গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক মো. সেলিম রেজা বাদি হয়ে মকবুল হোসেনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ওই গ্রামের মকবুল হোসেন তার প্রতিবেশি ওই গৃহবধূকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। এমনকি একাধিকবার এই গৃহবধূকে কু-প্রস্তাব দেয়া হয়। এতে রাজী না হওয়ায় আরও প্তি হয়ে উঠেন লম্পট মকবুল। এক পর্যায়ে গত শুক্রবার সন্ধ্যার দিকে পেশাগত কারণে ওই গৃহবধূর স্বামী সেলিম রেজা শহরের দিকে যায়। আর এই সুযোগে লম্পট মকবুল গৃহবধূর বাড়িতে যায় এবং একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এলে কৌশলে পালিয়ে যায় সে। পরবর্তীতে ওই ঘটনায় থানায় মামলা নেয়ার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মকবুল হোসেন কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান। এদিকে মামলার বাদি পল্লী চিকিৎসক সেলিম রেজা বলেন, লম্পট মকবুল আমার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করে ান্ত হননি। ঘটনাটি প্রকাশ করা হলে এবং আইনগত ব্যবস্থা নেয়া হলে আমার দুই বছরের শিশুকে অব্যাহতভাবে প্রাণনাশেরও হুমকি-ধামকি দেয়। এদিকে থানা হাজতে আটক অভিযুক্ত মকবুল হোসেনের বক্তব্য জানতে চাইলে কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে কোন মন্তব্য করতে রাজী হননি।