স্থানীয় খবর

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

Spread the love

ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিনটিকে ঘিরে সোমবার দিনব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়। ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন স্থানীয় উপজেলা প্রশাসন। পরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা ও পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। জাতীয় সংসদ সদস্য ,উপজেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর প্রেসকাব, বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প থেকে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর বেলা সাড়ে ৯ টায় শহরের ডিজে হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স, স্কাউটস, গালর্স গাইড ও বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শেরপুর ডিজে হাইস্কুল খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। এ সময় প্রধান অতিথি স্থানীয় এমপি আলহাজ¦ হাবিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির। কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে বিজয়ীদের মাঝে পুুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা। পরে বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরের পর জাতির শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি এবং শহীদদের রুগের মাগফেরাত কামনা ধর্মীয় প্রতিষ্ঠানে চলে বিশেষ প্রাথর্না। পাশাপাশি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এছাড়া বিকেলে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে ‘জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close